ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ইতিহাস।

মোঃ শাকিল সরকার, ময়মনসিংহ।

আজ ২৩ শে জুন ২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪৯ সালে ২৩শে জুন ৭৫ বছর আগে, আওয়ামী মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওঃ আব্দুল হামিদ খান ভাষানী ও সাধারণ সম্পাদক ছিলেন শামছুল হক।

১৯৪৯ সালে ময়মনসিংহের ভালুকার মোঃ হোছেন আলী খান বাদেশী আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। তৎকালীন দলের সভাপতি মৌখিকভাবে তাকে ময়মনসিংহ জেলার আহবায়ক ঘোষণা করেন এবং দল সম্প্রসারণ করতে ব্যপক ভাবে কাজ করার নির্দেশ দেন।

১৯৫০ সালে লেখক আবুল মনসুর আহমেদ দলে যোগদান করলে দল শক্তিশালী হয়ে উঠে এবং গণজোয়ার দেখা দেয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে। ময়মনসিংহ জেলার কমিটিতে প্রথমবার আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন লেখক আবুল মনসুর আহম্মেদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন মোঃ হোছেন আলী খান বাদেশী।

পরবর্তীতে ১মে লেখক আবুল মনসুর আহমেদ ও পরে মোঃ হোছেন আলী খান বাদেশী কেন্দ্রীয় আওয়ামী লীগের সহঃ সভাপতি হয়েছিলেন। দ্বিতীয়বার সভাপতিঃ লেখক আবুল মনসুর, সাঃ সম্পাদক হাসিম উদ্দিন, তৃতীয়বার সভাপতিঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিম উদ্দিন, চতুর্থবার সভাপতিঃ সৈয়দ নজরুল ইসলাম, সাঃ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া, পঞ্চমবার ও ষষ্ঠবার সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক শামছুল হক, সপ্তমবার সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক এড. আজিজুল হক, অষ্টমবার সভাপতিঃ রফিক উদ্দিন ভূইয়া, সাঃ সম্পাদক অধ্যক্ষ মতিউর রহমান, নবমবার সভাপতিঃ শামছুল হক, সাঃ সম্পাদক অধ্যক্ষ মতিউর রহমান, দশমবার সভাপতিঃ অধ্যক্ষ মতিউর রহমান, সাঃ সম্পাদক নাজিম উদ্দীন, একাদশ তম বার সভাপতিঃ অধ্যক্ষ মতিউর রহমান, সাঃ সম্পাদক আঃ মতিন সরকার, দ্বাদশ তম বার সভাপতিঃ এড. জহিরুল হক খোকা, সাঃ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রয়োদশ তম বার সভাপতিঃ এহতেশামুল আলম, সাঃ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল।

বর্তমানে সর্বশেষ কমিটি চলমান রয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কর্তৃক প্রকাশিত- “যে ছবি মানচিত্র সমান-৪”, প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিভিন্ন অনুলিপি, সর্বশেষ দৈনিক স্বজন, দৈনিক সবুজ বাংলাদেশ, দৈনিক বিশ্বের মুখপাত্র এর রিপোর্টসহ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment