বারহাট্টায় উপজেলা চেয়ারম্যান মাইনুল কাশেমের নেতৃত্বে বিএনপির মঞ্চে আগুনের অভিযোগ

ওমর ফারুক আহম্মদ, জেলা প্রতিনিধি, বারহাট্টা উপজেলা :

নেত্রকোণা বারহাট্টায় উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের মাইনুল কাশেমের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা মঞ্চে ভাঙ্গচুর করে আগুন দেয়।গোপালপুর এলাকায় প্যান্ডেল নির্মাণ করে সম্মেলনের আয়োজন করে। উপজেলা কমিটি গঠন উপলক্ষে দীর্ঘদিন পর সম্মেলনের আয়োজন করা হয়।বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বেলা পৌনে একটার দিকে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিএনপির সম্মেলনস্থলে গিয়ে হামলা চালান। তাঁরা সম্মেলনের মঞ্চ ভাঙ্গচুর করে অগ্নিসংযোগ করেন। তবে এ সময় উভয় পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সদস্য ও বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল কাশেমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির সম্মেলন মঞ্চ ভাঙ্গচুর করে আগুন দেয় বলে অভিযো বিএনপির।ফোনে যোগাযোগ এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাশেম বলেন, বিএনপি সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা গতকাল (শুক্রবার) নেত্রকোণা সদরে বিএনপির প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপনের নামে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালিয়েছে। এর আগে মদন উপজেলায় সম্মেলনের নামে পুলিশকে আক্রমন করেছে। আজ তারা সম্মেলনের নামে বারহাট্টায়ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্যোগ নেয়। খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হয়েছে।ফোনে যোগাযোগ বারহাট্টায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোশতাক আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সম্মেলনের আয়োজন করেছি। আমাদের কোন খারাপ উদ্দেশ্য ছিল না। আওয়ামী লীগের লোকজন বিনা উস্কানিকে আমাদের সম্মেলনের মঞ্চ ভাঙ্গচুর করেছে, আগুণ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা এর নিন্দা জানাই।ফোনে যোগাযোগ বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বলেন, মঞ্চ ভাঙ্গচুর বা আগুন লাগানোর ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment