বারহাট্টায় বিনামূল্যে গবাদিপশু টিকাদান কর্মসূচি বাস্তবায়ন।

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা প্রতিনিধি)।

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় বিনা মূল্যে গবাদী পশু টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে এসোসিয়েশন ফর সোস্যাল প্রগ্রেস( এএসপি) বারহাট্টা উপজেলা নেত্রকোনা।২৮ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকায় গুমুরিয়া রহমতুল্লাহ দারুল উলুম কওমী মাদ্রাসার মাঠে এএসপির আয়োজনে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফুর রহমান সুমন, পরিচালক শওকত আহমেদ শামীম, নাজমুল হক, সোহেল কাফি সহ গুমুরিয়া গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আরিফুর রহমান সুমন বলেন আমরা আজ প্রায় ১০০ শত গরুকে তরকা রোগের টিকা দিয়েছি। এবং বেশ কিছু ছাগলকে পিপিআরের টিকা দেয়া হয়েছে। প্রতিটি গ্রামে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা বিনামূল্যে একটি কার্ড করে দিচ্ছি।

এই কার্ডে কখন কোন রোগের টিকা দিচ্ছে তা লিখে দেয়া হচ্ছে। কৃমিনাশক থেকে শুরু করে যখন যে রোগের টিকার সময় হবে তখন আমাদের কর্মী ফোনে জানিয়ে দেবে। পরবর্তী টিকা গুলো কি বিনা মূল্যে দেয়া হবে এমন প্রশ্ন করলে তিনি বলেন, বিনা মূল্যে দেয়া হবে না। তবে খুব কম মূল্যে সেবা দেয়া হবে। এই সেবা গুলো প্রত্যেক গ্রাহক ঘরে বসেই পাবে।সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment