পুলিশ সুপারের কেশবপুর থানা পরিদর্শন।

 

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধি।গত কাল সকাল কেশবপুর থানা পরিদর্শন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার।

এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব কাজী দাউদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর।

পরবর্তীতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জনাব জহিরুল আলম এর নেতৃত্বে অত্র থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে অত্র থানার ব্যারাক, ডিউটি অফিসারের কক্ষ, অস্ত্রাগার, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সহ বিভিন্ন শেরেস্তা সরেজমিনে পরিদর্শন করেন।

পরবর্তীতে অত্র থানায় কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সব সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে এবং নিজেরাও এর থেকে দূরে থাকতে হবে। ডিসিপ্লিন মেনে চলতে হবে এবং স্মার্ট পুলিশ গঠনে নিজেদের আরো বেশি দক্ষ ও চৌকস হতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ জাহিদুল ইসলাম সোহাগ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর, ডিআইও-১ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment