তীব্র দাবদাহেও যখন বেড়ে যায় রোজাদারদের ঈমানী শক্তি

মোঃ সাইফুল ইসলাম,ডেস্ক রিপোর্ট: তপ্ত বৈশাখী আবহাওয়া।
গরমের তীব্রতায় প্রকৃতি আজ রুষ্ট কঠিন বিরূপ আচরন করছে। শুকিয়ে যাচ্ছে লোকালয়ের পুকুর কিংবা জলাধারগুলো।
তীব্র গরমের প্রচন্ড দাবদাহে প্রান ওষ্ঠাগত জনজীবন।
এমনও দিনের অগ্নিঝরা আবহের দাবদাহে মুসলিমদের রহমত, নাজাত আর মাগফেরাতের অগ্নিপরীক্ষা মাহে রমজান।
যেনো পুড়ে পুড়ে খাটি হচ্ছে মুমিন ব্যক্তির আল্লাহর হুকুম পালনে রোজা রাখা।

সারাবিশ্বের যেখানে অগনিত দেশ যখন গরমে হাবসাব অবস্থা।
বৈশাখের সূর্য যখন বেলা বাড়ার সাথে সাথে তার তীব্র তাপদাহে প্রচন্ড অগ্নিশর্মায় রুপান্তরিত হচ্ছে। কিন্তু সেই মুমিন মুসলিম ব্যক্তিরা মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে তাপদাহের ওষ্ঠাগত ঘর্মাক্ততা উপেক্ষা করে ঈমানী একাগ্রতা আরো বেড়েই চলছে। দূর্গম গিরি কান্তার আর বিপদসংকুল পথ পারি দিয়েই জয়ের বন্দরে পৌঁছতে হয়। তেমনি সেই মহান সত্ত্বার সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই পরিক্ষাময় মরু পথ পাড়ি দিয়ে হাজির হবে পরম সুখের সেই জান্নাতের উদ্যানে।আর তাঁর প্রিয় বান্দার হাতে নিজ হাতে তুলে দেবেন শ্রেষ্ঠতার পুরস্কার।

ঈমানের বলিয়ানে আজ মুমিন বান্দাদের একাগ্রতায় হার মেনে যাচ্ছে বৈশাখের দাবদাহ। একাগ্রচিত্তে সিয়াম সাধনার মাধ্যমেই হাতছানি দিচ্ছে জান্নাতের সুশীতল বাতাস। সেই বাতাসে আকাশজুড়ে ভেসে বেড়ায় মেঘমালা। বান্দার এমন আত্মত্যাগেই খুশির দুয়ার খুলে ঘনকালো মেঘমালা হতেই রহমতের বৃষ্টি ফোয়ারা খুলে দেন পৃথিবী নামক গ্রহের তাঁর একান্ত প্রিয় বান্দাদের উপর। দেরীতে হলেও কঠিন পরিক্ষায় ফলাফলে কখনো কমতি দেন না তাঁর প্রিয় মুমিন মুসলিম বান্দাদের।
রহমতের বৃষ্টি দ্বারাই করে দেন সতেজ সবুজ প্রকৃতি।
ফুলে ফলে আর শস্য ভান্ডারে ভরে দেন প্রকৃতি। এভাবেই মুমিন বান্দাদের আত্মাকে শান্তি দিয়ে তাঁর প্রতি অগাধ আস্হার প্রতিদান দিয়ে থাকেন মহান রাব্বুল আলামিন।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment