চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১’শ জন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১’শ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা পৌনে ১২টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

১’শ জনের মাঝে ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫’শ গ্রাম মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু, সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, মশলা, জিরা, কিসমিস, গুড়া দুধ, বুদিয়া, লবণ ও লাক্স সাবান বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন প্রমুখ।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment