উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পুঠিয়া ইউনিয়ন নির্বাচন, ৯ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দীতায় সদস্য পদপ্রার্থী -৫

 

নিজস্ব প্রতিনিধি:উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর পুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার সময় শুরু হয়েছে ভোট গ্রহন। শেষ হবে বিকাল ৪টার সময়। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ৫ জন সদস্য পদপ্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহন করেছে । এর মধ্যে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে মাসুদ রানা, জাবেদ রেজা (মিলন) ফুটবল মার্কা, জুয়েল আলী তালা মার্কা, রকিবুল ইসলাম (রনি) বৈদ্যুতিক পাখা মার্কা ও মিন্টু আলী মোরগ মার্কা।

প্রিজাইটিং অফিসারের প্রদানকৃত তথ্যে জানা যায়, ৯ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩শ এর মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টা ৬০% ভোট প্রাপ্ত হয়েছে। পুলিশের কড়া নিরাপত্তায় ভোটের মাঠে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে নিরবচ্ছিন্ন ভোট গ্রহন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ভোট কেন্দ্রের রাস্তার দুপাশ।

সরেজমিন (ভোট কেন্দ্র) ঘুরে সাধারণ ভোটারদের ভোটাধীকার প্রয়োগের অনুভূতি ব্যাক্ত করে একাধিক ভোটাররা জানান, ১ নং পুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড (ভোট কেন্দ্র) পুলিশের কড়া নিরাপত্তায় সাচ্ছন্দে ভোট প্রদান করেছেন তারা। প্রার্থীদের জনপ্রিয়তা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এখন পর্যন্ত ৯ নং ওয়ার্ডের ৫ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে টিউবওয়েল মার্কা প্রতীকের প্রার্থী মাসুদ রানা এগিয়ে রয়েছে। তবে ভোট কেন্দ্রে এখন পর্যন্ত কোন অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনি।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment