উন্নয়নের চিৎকার-চোখে ধুলো দিয়ে পিচ ঢালাই

ডেস্ক রিপোর্টঃ

আজ ২৯ মে নোয়াখালী হাতিয়ার চরচেংঙ্গা বাজার থেকে মাইজদী যাওয়ার রাস্তার পিচ ঢালা হচ্ছে।আগামীকাল হয়তো পানিতে ভেসে যাবে বা রাস্তাটা নদীতে ভেঙ্গে যাবে।ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো পানি এবং কাঁদার মধ্যে পিচ ঢেলে দিয়ে চলে যাচ্ছে।সঠিক তদারকি না হওয়ার জন্য এমন টা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি থেকে দেখা যায় রাস্তার কিছু অংশ ভেঙ্গে যাচ্ছে খালে সেটা ঠিক না করে চলছে রাস্তায় পিচ ঢালার কাজ।
এতে রাস্তাটি কতদিন টিকবে তা নিয়ে অসন্তোষ স্থানীয়রা।

হাতিয়ার প্রতিটি ইউনিয়নের রাস্তাগুলোর বেহাল অবস্থা। এভাবে রাস্তা নির্মাণের চিত্র হরহামেশাই দেখা যায়। যাহা কিছু দিন পরে ভেঙে য়ায়।

স্থানীয় একজন বলেন, নামের জন্য এই সব রাস্তা না করা ভালো যা দুই দিন পর গর্ত হয়ে যাবে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।তাই তারা চাই টেকসই এবং নিরাপদ সড়ক।

নোয়াখালী হাতিয়ার প্রশাসন এবং নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ । আশা করি সঠিক ব্যবস্থা নিবেন।
জনগণের টেক্সের টাকা দিয়ে জনগণকে ভালো কিছু উপহার দিবেন।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment