আগামীকাল থেকে গণপরিবহন-অফিস-মার্কেট বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্টঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামীকাল ৫ই এপ্রিল রোজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

লকডাউনের কারণে সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন মন্ত্রী। তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

লকডাউনে যা যা খোলা থাকবে :
এছাড়া লকডাউন হলেও মাছ-মাংস-দুধ উৎপাদন ও পরিবহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মহামারি আকার ধারণ করা করোনায় গত কয়েকদিনে ধারাবাহিক শনাক্ত ও মৃত্যু ভয়ঙ্কর রূপ ধারণ করার পর সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিল।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment