অবশেষে বুড়িমারী এক্সপ্রেস এর উদ্বোধনী তারিখ এবং রুট প্রকাশ।

 

মোঃআনসার আলী,লালমনিরহাট প্রতিনিধি।বুড়িমারী এক্সপ্রেস নামের এই আন্তঃনগর ট্রেনটি আগামী ১ই ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হবে ঢাকা লালমনিরহাট রেলরোডে ।

একই দিনে সদ্য উদ্বোধন হওয়া ঢাকা থেকে কক্সবাজার অভিমুখে কক্সবাজার এক্সপ্রেস নামের নতুন ট্রেনটিও বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে।

এমনটাই জানিয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার সেগুনবাগিচায় নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় মাননীয় মন্ত্রী।

যানা গেছে,বুড়িমারী এক্সপ্রেস ৫৩ নং টিটিতে এর চূড়ান্ত সময়সূচীঃ লালমনিরহাট ছাড়বে রাত ০৯ঃ১০ ঢাকা পৌঁছবে সকাল ০৭ঃ০০ ঢাকা ছাড়বে সকাল ০৮ঃ৩০,লালমনিরহাট পৌঁছবে সন্ধ্যা ০৬ঃ১০
ট্রেনটি ঢাকা থেকে – নাটোর – সান্তাহার – জয়পুরহাট – পার্বতীপুর – রংপুর – কাউনিয়া হয়ে – লালমনিরহাট এর বুড়িমারী সীমান্তে চলাচল করবে।
আপাতত লালমনিরহাট থেকে বুড়িমারী শাটল ট্রেন চালানো হবে ।
ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হবে মঙ্গলবার।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment