২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা ঘাটতির ৫০তম বাজেট ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ ২০২১-২২ অর্থবছরের ৫০ তম ও বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। এটি দেশের ৫০ তম, আওয়ামী লীগ সরকারের ২১ তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট।

এক নজরে দেখে নেওয়া যাক বাজেট –

বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ ভাগ। রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা। করোনা মোকাবিলায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা। মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ৬৬ হাজার ১৬৪ কোটি টাকা। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত। মোবাইল ব্যাংকিংয়ে করপোরেট কর বাড়ছে সাড়ে ৭ শতাংশ। মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ ভাগ।

100% LikesVS
0% Dislikes
বাজেট
Comments (০)
Add Comment