১৪ দিন পর চরফ্যাসনে দুই লাশের মাথা উদ্ধার

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা): ভোলার চরফ্যাসনে গলা কাটা পোড়া দুই লাশের মাথা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(২২এপ্রিল)বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল ভূইয়াদের ছাড়া (পরিত্যক্ত) বাগান থেকে প্রায় এক হাজার গজ উত্তরে জনৈক মহিবুল্লাহর বাড়ীর টয়লেটের ট্যাংকি থেকে মাথা দুইটি উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ।

উল্লেখ্য,গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের পাশের ভুঁইয়াদের বাগান থেকে মাথাবিহীন দুইটি পোড়া লাশ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই বাগানে গলা কেটে দুই দুজনকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে ।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা করেন।

চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি । মাথা দুটির ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে। আশা করি, খুবই শ্রীঘ্রই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment