হামার এই পুল খানের খুব দরকার

ওমর ফারুক, ব্যাুরো প্রধান,রংপুর :

সাঁকো না থাকায় ৩ শিশুর মৃত্যু হয়েছে, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, ইত্যাদি সেবা থেকে বঞ্চিত দুই পারাপারের মানুষ, বন্য হলে সীমানা ছড়িয়ে পড়ে দূর পাল্লার মত,

ঘরে ফিরতে ঘুরতে হয় ১০-১২ কিলোমিটার পথ,শস্য সঠিক সময়ে নেওয়া হয় না ঘরে–এমন হাজারো অভিযোগ,নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়নের হুচাইটারী ও কারবালার ডাঙ্গা এলাকাবাসীর।

তবে তারা বলছেন এই বুড়িখোড়া নদীর উপর স্থায়ী সাকো টি হলে পড়তে পারবে ঈদের নামাজ, মিলবে সঠিক সময়ে স্বাস্থ্য সেবা, হবে না কেউ শিক্ষা থেকে বঞ্চিত,মা-বাবা কে হারাতে হবে না তার আদরের সন্তানকে,ভয় থাকবে না স্বজন হারানোর। সাইকেল নিয়ে যেতে পারবে বাজারগঞ্জে,রোগীকে নিয়ে ভ্যান যোগে যাওয়া যাবে স্বাস্থ্য কেন্দ্রে।

তাই সুস্থতার প্রয়োজনে এই সাঁকো নির্মাণে, সরকারী বেসরকারী, সকল এনজিও, সংস্থা, সংগঠন, এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment