সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, যশোর অভিযানে ৪৫ টি ফোন উদাধার।

মাসুদ রায়হান,যশোর জেলা প্রতিনিধি ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর গত মে/২৪ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়রেীভূক্ত ৪৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেয়

বিভিন্ন থানার জিডি মূলে হ্যাকিংকৃত সর্বমোট (১৫) টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ০৭ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট ১,২৭,৫০০/-(এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ০২ টি ইমো আইডি রিকভারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করিয়া ০৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ আইডি পূনরুদ্ধার- ০১ টি। অন্যান্য অভিযোগ নিষ্পত্তি-০৫ টি।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment