সংস্কারের অভাবে বেহাল দশা ফুকরা টু রামদিয়া সড়ক

শান্তনু রায়,উপজেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ কাশিয়ানী উপজেলা অন্তগত ফুকরা ইউনিয়ন হতে রামদিয়া বাজার পর্যন্ত সড়কের করুন অবস্থায় যানবাহন চলাচল ও পথচারীরা বিপাকে পড়েছেন।

সড়কটির গুরুত্ব অনেক বেশী হওয়ায় প্রতিদিন শত শত ভারী ও সাধারণ যানবাহনের পাশাপাশি মটর সাইকেল, ইজিবাজইক, ইঞ্জিন ভ্যান, চার্জার ভ্যান, নছিমন, করিমন, বাই সাইকেল চলাচল করে থাকে। সড়কের অনেক স্থানে পিচ পাথর উঠে সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের দু’পাশ নিচু হয়ে গেছে। গর্তের কারণে ছোট যানবাহন নিয়মিত দুর্ঘটনা কবলিত হচ্ছে। তাছাড়া ভারী যানবাহনের ওভারলোড সইতে না পেরে রাস্তার দু’পাশে সড়ক ভেঙ্গে গেছে। এসব স্থানে পানি জমে বিপত্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। অনেকদিন যাবত রাস্তাটি সংস্কারহীন ভাবে পড়ে আছে এলাকাবাসীর যাতায়াতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এভাবে চলতে থাকলে বড় ধরনের বিপদ হতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment