শুধু সাত জেলা নয় সারাদেশেই বন্ধ থাকছে যাত্রীবাহী লঞ্চ।

মেহেদী হাসান সজীব, ডেস্ক রিপোর্টঃ

গতকাল লকডাউন ঘোষণার পর প্রথমে নির্দিষ্ট সাত জেলার লঞ্চ চলাচল বন্ধ করার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু গতকাল রাতে পরবর্তীতে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷

ফলে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএয়ের পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য পরিবহন এবং জরুরি সেবা দেওয়া নৌযানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না।

এবিষয়ে জানতে ব্রাদার্স নেভিগেশন এবং সুন্দরবন নেভিগেশন কে ফোন করা হলে তারা জানান, বিকেলে ৭ জেলার নির্দেশনা থাকলেও রাতে জরুরী এক সিদ্ধান্তে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামী ৩০জুন পর্যন্ত বন্ধ থাকবে।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment