রাত পার হলেই কুরবানি ঈদ । এতে শেষ মুহূর্তে জমে উঠেছে কক্সবাজারের পশুর হাটগুলো…

মোহাম্মদ আবদুল্লাহ,কক্সবাজার।

দেশের হাটে হাটে এখন ইদের আমেজ কুরবানির পশু নিতে ছুটছেন মানুষ। গরু, মহিষ, ছাগলের চলছে জমজমাট বেচাকেনা। ঈদের আগের দিন বুধবার এমন এক চিত্র দেখা গেছে কক্সবাজারের বিভিন্ন পশুর হাট গুলোতে। বুধবার সকাল থেকে বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পশুর হাট গুলো। আজকে শেষ বাজার হলেও বিক্রেতারা দাম বেশি বলায় ক্রেতারা বলছেন, আজকে শেষ বাজার হলেও দাম ছাড়ছে না বিক্রেতারা, তবে কুরবানি পশুর চাহিদা থাকায় দাম খসাখসি করে বাধ্য হয়ে নিতে হচ্ছে পশু। উল্টো দিকে বিক্রেতাদের দাবি দেশে পশুর বিভিন্ন খাদ্য দ্রব্যের দাম বাড়তি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে হাটে এবার মাঝারি আকারের গরুর চাহিদা অনেক বেশি দেখা গেছে। দুই মন ওজনের গরুর দাম ওঠেছে ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা এবং পাঁচ মন ওজনের গরুর দাম ওঠেছে ১ লাখ ৯০ হাজার পর্যন্ত।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment