রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ।

আবু হেনা মোস্তফা জামান: রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রামের মোঃ সুরত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের মাদক কারবারী মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতবাড়ী দোচালা টিনের বসত ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকায়িত ২ কেজি হেরোইন উদ্ধার করে।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা রুজুর কার্যক্রমে প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment