রাজধানীতে প্রকাশ্যে পরিকল্পনা মন্ত্রীর ফোন ছিনতাই

 

ডেস্ক রিপোর্ট, দৈনিক সাহসী কন্ঠ।

গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নানের হাত থেকে তার ব্যবহার করা আইফোনটি আজ ছিনতাই হয়েছে।

উক্ত ঘটনাটি গত রোববার সন্ধ্যায় ঘটলেও আজ মঙ্গলবার মন্ত্রী নিজেই গণমাধ্যমকে উক্ত বিষয়টি অবহিত করেছেন।

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা শেষে সন্ধ্যা সাতটার দিকে তিনি তার বেইলী রোডের বাসার দিকে যাচ্ছিলেন।বিজয় সরনী গিয়ে যানজটে আটকা পড়েন মন্ত্রী।এসময় গাড়ির জানাল খোলা রেখে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি।এমন সময় এক ছিনতাইকারী তার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে চলে যায়।

পরিকল্পনা মন্ত্রী তাৎক্ষনাৎ তার গানম্যানকে বিষয়টি অবহিত করলে তিনি গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আর ধরতে পারেননি।

এদিকে মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় ঐ রাতেই রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জনাব হুমায়ূন কবির। মামলা নম্বর-৩৬।

জানা গেছে চোর মোবাইল ফোনটি যেইস্থান থেকে ছিনতাই করে সেটি কাফরুল থানার আওতাধীন এবং যেস্থানে পালিয়ে যায় সেটি তেজগাঁও থানার আওতাধীন। ফলে দুই থানার সমন্বয়ে মোবাইল ফোন উদ্ধারের কাজ চলছে।উল্লেখ্য যে,মোবাইল ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানানা হয়েছে।

100% LikesVS
0% Dislikes
Comments (২)
Add Comment
  • ZiA

    যে দেশে মন্ত্রী সেভ না আর আমরা

    • Editor

      জনগণের কি হবে