ময়মনসিংহের গফরগাঁওয়ে বামুনখালী-বটতলা বাজারে বিশাল পানের হাঁট।

মোঃ সজীব হোসাইন, জেলা প্রতিনিধি- ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাংগাবর ইউনিয়নের বামুনখালী-বটতলা বাজারে প্রতি শুক্রবার বিশাল পানের হাট বসে। পান বাংলাদেশের অর্থকড়ি ফসল। গফরগাঁও উপজেলার বিভিন্ন গ্রামের পানচাষীরা এই পান নিয়ে আসে হাঁটে। ঢাকা, গাজিপুর ও ময়মনসিংহের পান ব্যবসায়ীরা এই হাঁট থেকে পাইকারি ধরে পান সংগ্রহ করে। একজন পানচাষী বলেন, যদি আরো ব্যবসায়ী আমাদের বাজারে আসে তাহলে বাজারে পান বেশি থেকে বেশি উঠবে এবং বেচাকেনা আরো বেশি ভালহবে। আমাদের গফরগাঁও উপজেলা প্রতিনিধি- মোঃ শান্তমিয়া তথ্যটি নিশ্চিত করেছেন।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment