ফেণীতে বিনামূল্যে “হ্যালো অক্সিজেন সেবা”

 

অভিজীত শর্মা, ফেণী জেলা প্রতিনিধিঃ

পশুরাম ও ফুলগাজী উপজেলার মানুষের জন্য সুখবর নিয়ে আসল “হ্যালো অক্সিজেন সেবা”। যেখানে ঘরে বসে মিলবে অক্সিজেন সিলেন্ডার, তাছাড়া স্বেচ্ছাসেবক দল বাড়িতে গিয়ে সংযোগ দিয়ে আসবে। পশুরাম উপজেলার যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদারের উদ্যেগে “হ্যালো অক্সিজেন সেবা” চালু হয়। আজ ২৮ এপ্রিল সন্ধ্যায় একান্ত সাক্ষাৎকারে উনি জানান – “হ্যালো অক্সিজেন সেবা” নামে এই সামাজিক সেবা উনি ২০ জুলাই ২০২০ সালে চালু করেন। করোনা কালে মানুষ অধিক দাম দিয়েও অক্সিজেন সিলেন্ডার পাচ্ছে না এতে মানুষের এই কষ্ট দেখে এমন সামাজিক সেবা মাথায় আসে। পরবর্তী তে উনার নানা বন্ধু মহল ও এলাকার বিওশালী অনেকেই সহযোগিতা করেন। তিনি বলেন প্রথমে তিনি কেবল চারটি সিলিন্ডার দিয়ে যাএা শুরু করেন।বর্তমানে সংখ্যা বেড়ে ২০ হয়েছে।পশুরাম ও ফুলগাজী উপজেলায় যে কোন এলাকা থেকে ০১৮১৮৩৯৭৪৯৬, ০১৬৩২৪২২১৭৩, ০১৮৫০৫৯২৮৯১ নাম্বারে কল দিলে চলে আসবে “হ্যালো অক্সিজেন সেবা”। তবে এই সেবা পেতে চিকিৎসকের ব্যবস্থাপএ ও জাতীয় পরিচয় পএ দেখাতে হবে।বর্তমানে “হ্যালো অক্সিজেন সেবা” সাথে যুক্ত রয়েছে আবদুর রহিম হৃদয়, নুরুল ইসলাম সিজান, আমিনুল ইসলাম রানা, সাইফুল ইসলাম, জোটন চন্দ্র দাস,আজিজুল হাকিম আরাফাত।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment