ধানধান শুকাতে গিয়ে হাই ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর।

মাসুদ রায়হান ,যশোর জেলা প্রতিনিধি। মণিরামপুরে ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। সংশ্লিষ্ট কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কামালপুর গ্রামের মিজান হোসেনের দ্বিতলা ভবনের ছাদে লাবনী বেগম ধান শুকানে যান। ওই ভবনের ছাদে পল্লী বিদ্যুতের হাই ভোল্টের সঞ্চালন লাইন রয়েছে। ধারনা করা হচ্ছে, লাবনীর হাতে থাকা ছাতার সঙ্গে খোলা তারের স্পর্শ লাগে।

এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যান তিনি। দুপুর দেড়টার দিকে উর্মি বেগম নামে এক নারী ওই ছাদে এসে লাবনী ধানের উপর পড়ে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বামী শাহিন হোসেন বলেন, দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও আট বছরের সাজিম হোসেন নামে তাদের দুই সন্তার রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।

মনির হোসেন মনি বলেন, সম্পর্কে ভাবী হন লাবনী। তিনি আজ প্রথমবার মিজান হোসেনের বাড়ির ছাদে ধান শুকাতে গিয়েছেল। অপরিকল্পিতভাবে টাঙানো বিদ্যুতের বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই লাবনী বেগমের মৃত্যু হয়েছে।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, এমন অনাঙ্খিত ঘটনা এড়াতে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেয়া হবে শুকাতে গিয়ে হাই ভোল্টের তারে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment