দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় বাসন থানা পুলিশ।

সিনিয়র রিপোর্টার:-ইকরামুল হক (মারুফ)

ইং ১৫/০৭/২০২৩ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা সময় বাসন থানার অফিসার ও ফোর্স সহ বাসন থানাধীন ভোগড়া সাকিগনস্থ ভোগড়া পলিকেম্প স্পেকট্রম্প রংয়ের ফ্যাক্টরির সামনে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের নিরাপত্তামূলক চেকপোষ্ট ডিউটি করাকালীন রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় চান্দনা চৌরাস্তার দিক হইতে কাধে একটি ব্যাগ নিয়া আসামী মোঃ সিহাব উদ্দিন (২৭), পিতা-আঃ সামাদ মোল্লা, মাতা-মোসাঃ দুদ নাহার, সাং-চরদমদমা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর পায়ে হাটিয়া ভোগড়া বাইপাস যাওয়ার সময় চেকপোষ্টের নিকট পৌছা মাত্রই পুলিশ দেখিয়া দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামীকে ধাওয়া করেন। ধাওয়াকালে উপস্থিত লোকজনদের সম্মুখে তাহাকে দৌড়ে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করিলে সে বিভিন্ন বিভ্রান্তিকর জবাব প্রদান করিয়া সন্দেহজনক আচরন করিলে আসামীর দেহ তল্লাশীকালে তাহার কাধে থাকা হালকা কালো ও লাল রংয়ের ব্যাগের ভিতর গোলাপী রংয়ের উলেন কাপড়ের মাফলার দ্বারা মোড়ানো অবস্থায় (র) ০১(এক) টি দেশীয় লোহার তৈরী কাঠের বাটযুক্ত এলজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে বাসন থানায় মামলা প্রক্রিয়া চলমান।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment