তৃনমূলের সাধারণ সম্পাদক হলেন মমতার ভাতিজা অভিষেক।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অর্থাৎ সাধারণ সম্পাদক হলেন অভিষেক ব্যানার্জী। জানা গেছে, অভিষেক ব্যানার্জী সম্পর্কে মমতার নিজের ভ্রাতুষ্পুত্র (ভাতিজা)। আজ শনিবার দুপুরে নির্বাচনে জয়ের পর প্রথমবার তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠেকে মমতা এই সিদ্ধান্ত নেন।

এসময় মমতা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্তিতিতে উক্ত বৈঠকে আরও বেশকিছু সিদ্ধান্ত নেন। এর আগে, যুব তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন অভিষেক ব্যানার্জী। এবার সেই পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অভিষেক। তার জায়গায় এবার যুব তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। একইসঙ্গে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী হলেন কাকলি ঘোষদস্তিদার ।

তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হয়েছেন দোলা সেন। দলের কৃষক সংগঠনের রাজ্য সভাপতি করা হয়েছে পূর্ণেন্দু সেনকে ।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment