ডোমারে কিশোর কিশোরীদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সিহাব হাচান শাসন, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় আজ শনিবার ১০ সেপ্টেম্বর ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্প, কিশোর কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরন করেন। ডোমার উপজেলা ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের টেকনিক্যাল কোরডিনেটর বিশ্বজিৎ সাংমা ল্যাম্ব প্ল্যান স্কোর প্রকল্পের অফিসে ডিগনিটি (কিট) বিতরণের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্কোর প্রকল্পের সি এইচ ডাব্লুউ নাসরিন আক্তার, সহাগী আক্তার, রেমি আক্তার, রেহেনা বেগম,জয়েন্তি রানী,মরমি রায়,কল্পনা রানী, লিপি রায় প্রমুখ।

পর্যায়ক্রমে ডোমার উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়ন পর্যায়, মোট ১৬৯০ টি ডিগনিটি( কিট) বিতরণ করা হয় কিশোর কিশোরীদের মাঝে। ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছিল সাবান, মাস্ক ,মগ,ডাকনা সহ বাল্টি, তাওয়ালা কিশোরীদের জন্য জয়া ইত্যাদি সামগ্রী ছিল। এতে ১৬৯০ জন কিশোর কিশোরী উপকৃত হন

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment