টাঙ্গাইলে গৃহবধূ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গৃহবধূ কনা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে কনা আক্তারের পরিবার কনার পরিবার, আত্মীয় স্বজনদের ও সাধারণ জনসাধারণ।

আজ রবিবার(৬ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত নিহত গৃহবধু কনার বাবা জয়নাল মিয়া, মা’ কোহিনুর বেগম, বড় বোন জমেলা খাতুন, বড় ভাই জাহিদুর রহমান, সাবেক মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, স্থানীয় মাতাব্বর ফরিদ খান প্রমুখ সহ এলাকার জনসাধারণ।

এসময় মানববন্ধনে উপস্থিত জনসাধারণ অতি দ্রুত নিহত কনা আক্তারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল ২০২১ইং) বাসাইলের কাশিল পশ্চিমপাড়া এলাকায় শশুরবাড়ি থেকে কনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এব্যাপারে বাসাইল থানা ও টাঙ্গাইল জজকোর্টে মেয়ের মা’ কোহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। কনার পরিবার ও আত্মীয় স্বজন জানায়, মামলা চলমান থাকলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment