জাতীয় প্রচার প্রকাশনা সেল এর বরিশাল জোন কমিটি গঠন।

 

মোঃ রেশাদুল হক,
ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার্স এসোসিয়েশন (বি আই ই এ) জাতীয় প্রচার প্রকাশনা সেল বরিশাল জোনের ১১ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে প্রতিটি জেলা থেকে ১জন জেলা প্রতিনিধি এবং বাকি সকল পদে স্বেচ্ছাসেবক সদস্য রয়েছে।

উক্ত কমিটিকে নিজ জোনের কার্যনির্বাহী কমিটি, সমন্বয়ক, জেলা কমিটি, উপজেলা কমিটি এবং সকল সেলের সাথে সমন্বয় করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ) এর সকল কার্যক্রমে অগ্রগামী ভূমিকা পালন করার জন্য নির্দেশনা দেয়া হয়।

জাতীয় প্রচার প্রকাশনা সেলের মুখপাত্র প্রকৌশলী মোঃ মোতাসিম বিল্লাহ, যুগ্ম-মুখপাত্র প্রকৌশলী মোঃ রুহুল আমিন নিলয়, বোর্ড সদস্য প্রকৌশলী আহম্মেদ শাকিল, এবং বরিশাল জোনের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ গোলাম রাব্বি খান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে বরিশাল জেলা প্রতিনিধি মোঃ সুজন মৃধা এবং সেচ্ছাসেবক মোঃ মেহেদি হাসান।

ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হাসান খান এবং সেচ্ছাসেবক মোঃ গিয়াস।

পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ মামুন ফরাজি এবং সেচ্ছাসেবক মোঃ ফয়জুল ইসলাম।

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম খান এবং সেচ্ছাসেবক মোঃ আল-আমিন।

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ মাহমুদ নাফিজ।

ভোলা জেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ এবং সেচ্ছাসেবক মোঃ জাকির পাটোয়ারী।

উপরোক্ত জাতীয় প্রচার প্রকাশনা সেল এর সেচ্ছাসেবক কমিটির মেয়াদ ১বছর।

সংগঠন এবং সেল এর কার্যক্রম ত্বরান্বিত করতে কমিটির সদস্য সংযোজন এবং বিয়োজন করা যেতে পারে।

উক্ত কমিটিকে জাতীয় ব্লাড ডোনেশন ক্যাম্প বরিশাল জোনের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ রেশাদুল হক স্বাগত জানিয়ে বলেন, জাতির স্বার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বিআইইএ এর অন্যতম প্রধান সেল “জাতীয় ব্লাড ডোনেশন ক্যাম্প” এর মহৎ কাজে ‘জাতীয় প্রচার প্রকাশনা সেল’ এর উক্ত কমিটির সর্বদা সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন।

50% LikesVS
50% Dislikes
Comments (১)
Add Comment
  • মোঃ রেশাদুল হক

    নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।