চড়া দামে বিক্রি হচ্ছে পন্য

শান্তনু রায়,উপজেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ (কোভিড-১৯) করোনার ২য় দফায় লকডাউনে বিপাকে পড়ছে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ। বাজার ঘুরে চাহিদা মত পণ্য কিনতে পারছে না তারা, হিমশিম খাচ্ছে তারা সঠিক দামে পণ্য কিনতে পারছে না। দাম নিয়ে নানান অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা।

প্রতি কেজি খেজুরের দাম ১৫০ থেকে ১০০০ টাকা কেজি পর্যন্ত দাম বেড়েছে, তরি-তরকারির দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা কেজি প্রতি, মাছের দাম তুলনামূলক এর চেয়েও বেশি। তাই ক্রেতারা বাঁজারে আসলেও সঠিক দামে কিনতে পারছে না পন্য।

নিম্নবিত্তের ক্রেতারা জানিয়েছে, লকডাউনের এই সময় বেড় হতে পারছি না ঘর থেকে কোনো ধরনের আয়-রোজগার নেই এই ভাবে পন্যর দাম বাড়তে থাকলে আমাদের করুণ অবস্থার সম্মুখীন হতে হবে।

50% LikesVS
50% Dislikes
পন্যরোজা
Comments (০)
Add Comment