চীনা রকেটের ১০০ ফুট যেকোনো সময় পৃথিবীতে ভেঙ্গে পড়তে পারে

ডেস্ক রিপোর্টঃ চীনের বৃহত্তম একটি রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ পৃথিবীতে যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে। বায়ুমণ্ডলে ঢুকে (‘রি-এন্ট্রি’) পড়ার পর কয়েক দিন থেকে সপ্তাহের মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্তে ভেঙে পড়তে পারে এটি।

মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ সুত্রে জানা যায়, চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের ‘মডিউল’টিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে। তার ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিন কয়েকের মধ্যেই ঢুকে পড়তে চলেছে। রাডারে তা ধরাও পড়েছে। অংশটি এখন ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে ওঠা-নামা করছে। তার উপর আর কোনো নিয়ন্ত্রণই নেই চীনা মহাকাশ গবেষণা সংস্থার গ্রাউন্ড স্টেশনের। ফলে বায়ুমণ্ডলে ঢোকার পর যেকোনো সময় পৃথিবীর যেকোনো প্রান্তে তা ভেঙে পড়তে পারে।

চীনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম- ‘লং মার্চ ৫বি রকেট’। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছে চীনা মহাকাশ গবেষণা সংস্থা।

তথ্যসূত্রঃ আনন্দবাজার পত্রিকা

50% LikesVS
50% Dislikes
Comments (২)
Add Comment
  • myacad.blogspot.com

    I constantly spent my half an hour to read this web site’s articles daily along with a cup of coffee.

    • admin

      Thanks and stay with us.