চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র- নৃগোষ্ঠী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও উপবৃত্তি।

 

মোঃ আব্দুল ওয়াহাব,চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি।বরেন্দ্র অঞ্চল খ্যাত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা এবং শিক্ষার প্রতি আগ্রহ, ঝরে পড়াসহ বাল্যবিয়ে রোধে ১৬৭ টি বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি হিসেবে ৮ লাখ ৯ হাজার টাকা প্রদান করা হয়েছে।

নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ৪ ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তির টাকা প্রদান করেন। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে বাইসাইকেলসহ উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান, স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, ব্র্যাক ইন্টারন্যাশনাল আফ্রিকার ডিরেক্টর প্রোগ্রামার মিস আন্না মিনজ ।

 

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment