ঘূর্ণিঝড় “ইয়াস ” রামপালে ভাসিয়ে নিয়ে গেল কোটি টাকার চিংড়ি ঘের

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান, খুলনা: ঘূর্ণিঝড় যশ/ইয়াসের প্রভাবে ও জলোচ্ছ্বাসে রামপালে ভেসে গেছে ছোট বড় হাজার হাজার চিংড়ি ঘের । ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে কোটি টাকা, এমনটাই মনে করেন চিংড়ি ঘের মালিকরা আজ ১১.৩০ মিনিট এর সময় প্রচন্ড পানির বেগে ১০ নং বাঁশতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চিংড়ি চাষীদের ঘের ভেঙ্গে একাকার হয়ে যায় মুহূর্তের মধ্যে, ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার চিংড়ি ঘের মালিকরা।

ঘের মালিকদের কাছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন আমাদের সবকিছু শেষ হয়ে গেল লক্ষ লক্ষ টাকা ব্যাংক এবং এনজিওর থেকে ঋণ করে এনেছি এখন কিভাবে ঋণ পরিশোধ করব জানিনা একমাত্র আমাদের বেঁচে থাকার অবলম্বন চিংড়ি চাষসেটাও শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন চিংড়ি চাষীরা।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment