গোপালগঞ্জে দরিদ্র পিতা ঈদের পোশাক কিনে দিতে না পারায় ছেলের আত্মহত্যা

শান্তনু রায়, উপজেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ দরিদ্র পিতা আগামী ঈদে পুত্রকে নতুন জামা কিনে দিতে অসমর্থতা প্রকাশ করায় পিতার প্রতি অভিমান করে পুত্র আত্মহত্যা করে (৩ মে) সোমবার সকালে এ ঘটনা ঘটে।

তথ্য সাপেক্ষে জানা যায় (৩মে) সোমবার গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের আলামিন বিশ্বাসের স্কুলপড়ুয়া ছেলে রানা বিশ্বাস(১৫) এবার ঈদে বাবার কাছে নতুন জামা কেনার বায়না ধরে। দরিদ্র আলামিন বিশ্বাস পুত্রের কথায় অসমর্থতা প্রকাশ করলে পিতার উপর অভিমান করে রানা বিশ্বাস বাড়ির পাশে একটি বটগাছের সঙ্গে রশিদিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।রানা বিশ্বাস কোটালীপাড়া উপজেলার পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা-বাবা আত্মীয়-স্বজন এর কোনো অভিযোগ না থাকার কারণে রানা বিশ্বাসে মরাদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।

50% LikesVS
50% Dislikes
Comments (২)
Add Comment
  • সাবরিনা চেতনা

    পারিপার্শ্বিকতার না বুঝেই এ ধরনের ঘটনা ঘটেছে, ছেলেটা বোকা ,আর বর্তমানে এ ধরনের আত্মহত্যা বেড়েছে। পরিবারের সদস্যদের উচিত ছিল দেশের এই পরিস্থিতি ছেলে কে বোঝানোর

    • admin

      হয়ত এমনই।