কোনাে ব্যক্তির ঘটনা নিয়ে হেফাজতের মিটিংযে কোনাে আলােচনা হয়নি” -বাবুনগরী

সঞ্জয় বৈরাগী,ডেস্ক রিপোর্ট : আজ ১১ এপ্রিল ঢাকায় হেফাজতে ইসলাম এর কেন্দ্রিয় কার্যালয়ে জরুরি মিটিং এর আয়োজন করে ফেফাজতে ইসলাম।

মিটিং শেষে আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী প্রেস ব্রিফিংয়ে জানান, কোনাে ব্যক্তি বিশেষের ঘটনা নিয়ে আজকের হেফাজতের মিটিংয়ে কোনাে আলােচনা হয়নি।
আল্লামা মামুনুল হকের অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিরে হেফাযত বলেন , এ বিষয়ে আজকের সভায় কোনাে আলােচনা হয়নি ।

আমিরে হেফাজত আজকের মিটিং থেকে চলমান ঘটনাপ্রবাহে গ্রেফতারকৃত হেফাজতকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্রদের হয়রানি বন্ধের দাবি জানান । তিনি জানান , হয়রানি বন্ধ না হলে আমরা আবারাে কর্মসূচি দিতে বাধ্য হবাে ।

আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রমজানে মকতব হিফজ বিভাগগুলাে খােলার অনুমতি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান । তিনি বলেন , কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে বালা – মুসিবত দূর হয়ে যায় । সেই হিসেবে দেশর স্বার্থে কওমী মাদরাসার কোরআন তেলাওয়াতের পরিবেশ অব্যাহত রাখার অনুমতি প্রদান করা হােক।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment