কৃষি দপ্তরের সহায়তায় মহম্মদপুরের(মাগুরা)কৃষক পেল কম্বাইন হারভেস্টর

মো:আলামিন শেখ,মহম্মদপুর উপজেলা প্রতিনিধি,মাগুরা:
উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ৫০% ভর্তুকিতে প্রান্তিক কৃষকের মাঝে ধান মাড়াই (কম্বাইন হারভেস্টর) যন্ত্র প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল।

উক্ত মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন জনাব শওকত বিপ্লব রেজা বিকো, সভাপতি প্রেস ক্লাব মহম্মদপুর ও অধ্যক্ষ আমিনুর রহমান ডিগ্রি কলেজ, জনাব মোস্তফা-আল-রাজীব, উপজেলা মৎস অফিসার, উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আব্দুস সোবাহান, বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আঃ হাই মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ আরো অনেকে।

কম্বাইন হারভেষ্টর এর সাহায্যে অল্প সময়ে কাটাই ও মারাই করে কৃষকের ঘরে উঠবে ফসল। এতে করে মহম্মদপুর কৃষকদের স্বস্তি এবং সময় বাঁচবে।এমনকি খরচও তুলনামূলক কম হবে।

50% LikesVS
50% Dislikes
কৃষিহারভেস্টর
Comments (০)
Add Comment