কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন আজ

মোঃ সাইফুল ইসলাম,ডেস্ক রিপোর্ট: বাংলা চলচ্চিত্রের খ্যাতিম্যান ও কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন আজ। বাংলা চলচ্চিত্রে সমানতালে সব, ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই বেশি খ্যাতি ও সুনাম অর্জন করেন। বাংলা চলচ্চিত্রের খলচরিত্রের মুকুট বিহীন সম্রাট ছিলেন হুমায়ুন ফরিদী।

তাঁর সুনিপুণ অভিনয় দক্ষতায় সমাজের বাস্তবের দুষ্ট, সন্ত্রাসের গডফাদার, ভূমি দখলদার, সমাজের ক্রিমিনালবাজদের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেছেন তাঁর অভিনয় শৈলীতে। সমাজের অবক্ষয় আর কারসাজির উত্তম চরিত্র ছিলো হুমায়ুন ফরিদীর চরিত্রের অভিনয়ের মধ্যে। এই খ্যাতিম্যান অভিনেতা ১৯৫২ সালের ২৯শে মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহন করেন। ৮০ দশকের শুরুতে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকালীন যুদ্ধ শুরু হলে হুমায়ূন ফরিদী যুদ্ধে অংশগ্রহণ করেন।

যুদ্ধ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময় সেলিম আল দ্বীনের সাহচার্যে আসেন। সেলিম আল দ্বীনের শকুন্তলা নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
১৯৮২ সালে নীল নকশার নামে প্রথম টেলিভিশন নাকটে প্রবেশ করেন। বাংলা চলচ্চিত্রকে অসংখ্য প্রানবন্ত ছবি উপহার দিয়ে গেছেন তাঁর অভিনয় জীবনে। শুরুতে ফরিদপুরের মিনুকে বিয়ে করেন। তাঁদের সে সংসার জুড়ে দেবযানী নামে এক কন্যা সন্তান রয়েছে। পরে সূর্বনা মোস্তফার সাথে ঘাটছাড়া বাঁধেন।
২০০৮ সালে তাঁদেরও বিচ্ছেদ হয়।

বাংলা চলচ্চিত্রের এই মুকুট বিহীন সম্রাট ও খ্যাতিম্যান তারকা ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারী ৫৯ বছর বয়সে পরকালে পাড়ি জমান।

100% LikesVS
0% Dislikes
হুমায়ুন ফরিদি
Comments (০)
Add Comment