কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

প্রিয়ন্ত হালদার,ডেক্স রিপোর্ট: সারাদেশে মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। এরই পরিপেক্ষিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োতাধিন চলমান “ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং” এর চলমান পরিক্ষার স্থগিত করা হয়েছে। যদিও এসকল স্থগিতকৃত পরিক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

তবে যথা সময়ে নোটিশ না পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বিরুপ মনোভাব। শিক্ষার্থীরা জানায় পরিক্ষা প্রস্ততি নেবার পরপর ঠিক আগ মুহূর্তে কারিগরি শিক্ষা বোর্ডের এ সিন্ধান্ত তাদেরকে বিপাকে ফেলে দিয়েছে । তারা আরও জানায় পরিক্ষার মাঝে অনেক দিন বন্ধ থাকায় কালকে ৫ তারিখ এর থেকে শুরু পরে পরবর্তী চলমান পরিক্ষায় অংশগ্রহণ করার জন্য অনেকেই এক -দুদিন আগে মেসে কিংবা হোষ্টেলগুলোতে ফিরেছে। যাদের আবার আজকে রাতের মধ্যেই ফিরতে হবে নিজেদের গন্তব্যস্থলে।

50% LikesVS
50% Dislikes
কারিগরিশিক্ষা
Comments (০)
Add Comment