উদ্যোম ও পরিশ্রমের মাধ্যমে এসএসসি পরীক্ষায় পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন বৃদ্ধা রহিমা বেগম।

ফারুক হোসাইন, কুড়িগ্রাম।

রহিমা বেগম পেশায় একজন ভাতাপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারি। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ কর্মরত আছেন। তার বাবার নাম মো. আছর উদ্দিন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ নাজিরা পাড়া গ্রামের মো. আব্দুল জলিল সরকার মজনুর স্ত্রী।

গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, কুড়িগ্রাম কাঁঠাল বাড়ি মহিউস সুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা হতে দাখিল পরিক্ষায় মানবিক বিভাগ থেকে ৩.৬০ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রহিমা বেগম চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আর পড়তে পারেননি। সংসারে এক মেয়ে ও এক ছেলে আছে। ছেলে-মেয়ে দু’জনে কুড়িগ্রাম সরকারি কলেজে থেকে মাস্টার্স শেষ করেছেন। মেয়েকেও বিয়ে দিয়েছেন। মেয়ের ঘরে এক ছেলে আছে। দীর্ঘ বছর পর মেয়ের ছেলেকে নিয়ে স্কুল যাওয়া আসা করতে পড়াশোনায় আবার উজ্জীবিত হন তিনি।

সবশেষে কুড়িগ্রাম কাঁঠাল বাড়ি মহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিলে ৩.৬৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হন তিনি। ৪৬ বছর বয়সে পাশ করায় পরিবার আত্মীয়-স্বজন ও সহকর্মীদের অভিনন্দন ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন রহিমা বেগম।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment