উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে দেওয়া হবেনা-আমু।

ডেস্ক রিপোর্টঃ করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা গুলো থেকে ছড়িয়ে যাতে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রবেশ না করতে পারে সেজন্য উত্তরাঞ্চলের মানুষদের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে দেওয়া যাবে না এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনের ভার্চুয়াল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আমির হোসেন আমু। শহরের বারোচালা এলাকায় আজ রোববার দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

এ সময় আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভ্যারিট্যান্টে (ভারতীয় ধরন) আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment