ঈদের ছুটি শেষে কাল থেকে শুরু হবে কর্মস্থলে যাওয়ার ব্যস্ততা ।

আহমাদুল রহমান,গাজীপুর প্রতিনিধি।আজ শনিবার ঈদের ছুটি শেষ হয়নি এখনো বেসরকারি প্রতিষ্ঠানের তবে সরকারি প্রতিষ্ঠান সীমিত পরিসরে চালু হলেও সরকারি ছুটি শুক্রবার ও শনিবার বন্ধ থাকায় এখনো মানুষ বাড়ি যাচ্ছে।

তবে ভিন্ন চিত্র দেখা যেতে পারে রবিবার থেকে সরকারি স্কুল কলেজের সাথে অনেক বেসরকারি প্রতিষ্ঠান চালু হবে। কাল থেকে শুরু হবে আবার বাড়ি থেকে গন্তব্য যাওয়ার জন্য।

হামিদুর রহমান তিনি যাবেন কিশোরগঞ্জ উনার সাথে কথা বল্লে জানাযায় ঈদ ১৭ তারিখ হলেও ঈদের রেশ কাটিনি যানবাহনে এখনো অনেক গাড়িতে বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেন। এবং আরো বলেন ঈদের আগেরদিন থেকে ঈদের দিন পযন্ত ভাড়া বেশি দিলে তেমন গায়ে লাগে না তবে ঈদের তিনদিন চারদিন পরেও বেশি ভাড়া দিতে কষ্ট লাগে।

সবাই বাড়ি গিয়ে টাকা পয়সা শেষ করে ফেলায় অনেকের কাছে নিয়মমাফিক ভাড়া নিয়ে গন্তব্য উদ্দেশ্য বের হয়।
এই হয়রানির শেষ কোথায়।।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment