ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিল সরকারি প্রতিষ্ঠান আইসিবি।

নাফিস গাজী, নীলফামারী।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর (আইবিবিএল) পুরো শেয়ার ছেড়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পাশাপাশি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকা প্রতিনিধিকেও সরিয়ে নিয়েছে আইসিবি।
ব্যাংকটির ২ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার ছিল আইসিবির কাছে। ব্যাংকটিতে পরিচালক ছিলেন আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু তাহের মো. আহমেদুর রহমান। গত ৩১ মে থেকে তিনি আর ব্যাংকটিতে পরিচালক হিসেবে নেই।
যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নাজমুল হাসান বলেন, ‘আইসিবি তাদের পুরো শেয়ার ছেড়ে দিয়েছে। এটা পর্ষদে আলোচনা করে অনুমোদন দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’উদ্বৃতিতে জানা গেছে, ব্যাংকটি প্রতিষ্ঠার সময় থেকেই সরকারের শেয়ার ছিল আর বেশির ভাগ সময় আইসিবির প্রতিনিধি ব্যাংকটির পরিচালক পদে ছিলেন!

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment