আলো জ্বলবে হাতিয়ার মানুষের ঘরে ঘরে

আমির হোসেন, হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় হেভি ফুয়েল ওয়েল (এইচএফও) ১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।এতে ব্যয় হবে ১ হাজার ৩৯৬ কোটি টাকা। অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে (২৮ এপ্রিল) এক ভার্চু্য়াল সভায় ক্রয় প্রস্তাব গুলো অনুমোদন দেন।এ সময় মন্ত্রীপরিষদ সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। ক্রয় প্রস্তাব গুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ড.শাহিদা আক্তার।

উক্ত সভায় বিদ্যুৎ বিভাগের অধীনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিউবো) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেভি ফুয়েল ওয়েল এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশ এনার্জি লিমিটেডের সঙ্গে ১৫ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের অনুমোদন দেয়া হয়।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment