আফগানিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে ২ পয়েন্ট অর্জন করেছে বেঙ্গল টাইগাররা।

 

সঞ্জয় বৈরাগী,খেলা ডেস্ক:

বিশ্বকাপ বাছাই পর্বে আজ আফগানিস্তানের মাঠ থেকে ১-১ সমতায় দারুন একটি ড্র করে দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ ফুটবল টিম।

পুরো ম্যাচজুড়ে ডিফেন্স লাইনে দুর্দান্ত ছিল বাংলাদেশ। প্রথমার্ধে উভয় দলে গোলশূন্য থাকলেও বাংলাদেশের খেলা চোখে পড়ার মতো ছিল। যদিও নিজেদের মাঠে শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে ছিল আফগানিস্তান। তবে আফগানিস্তানকে ঠিকই টক্কর দিয়ে খেলেছে বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ, পেয়ে বসে হাড়ের শঙ্কা সেই শঙ্কা কাটিয়ে ম্যাচে সমতা ফিরে আসে তপু বর্মনের গোলে। ম্যাচের ৮৪ ত্বম মিনিটে এই ডিফেন্ডারের গোলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে।

বিরতির পরে আফগানিস্তানের হয়ে প্রথম গোলটি করেছেন নুরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরীফি।

২০১৯ সালের বাছাই পর্বে প্রথম লিগের ম্যাচে ১-০ গোলে হারে হারে বাংলাদেশ। তার প্রায় ২ বছর পরে আজকের ম্যাচে আফগানিস্তানের সাথে এই ড্র এর মাধ্যমে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ২ টি পয়েন্ট তুলে আনে বেঙ্গল টাইগারা। এর সাথে সাথে এশিয়ান কাপের মূল মঞ্চে প্রতিযোগিতার সম্ভাবনাও তৈরি হলো বাংলাদেশের।

100% LikesVS
0% Dislikes
Comments (০)
Add Comment