আগামী ৭ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।

 

রোকনুজ্জামান, ঢাকা।দীর্ঘ ২৬ দিন রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রবিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যথা নিয়মে চালু হবার কথা থাকলেও পুনরায় ৭ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

দেশের উপর দিয়ে বয়ে চলা প্রচন্ড তাপদাহের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী। আজ সকালে তিনি এক জরুরি প্রেস ব্রিফিং এ স্কুল -কলেজ বন্ধের নির্দেশ দিয়ে তিনি বলেন আগামী ২৮ এপ্রিল ২০২৪ ইং যথারীতি সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন।

এছাড়া মাউশির অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।এরইমধ্যে হিট এ্যালার্টও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment