অবশেষে পাওয়া গেল ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ

মো: মেহেদী হাসান আশিক,ডেস্ক রিপোর্ট: নিখোঁজের তিনদিন পর পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ। দেশটির নৌবাহিনী বলছে গভীর সাগরে ডুবে গেছে ‘কেআরআই নাংগাল ফোর জিরো টু’ সাবমেরিনটি।

অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় ৫৩ জন নাবিকের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বললে চলে। শনিবার সকালের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা সাবমেরিনটিতে থাকা অক্সিজেন। বুধবার বালি দ্বীপের কাছে টর্পেডো মহড়ার সময় নিখোঁজ হয় প্রায় ৪৪ বছর পুরনো সাবমেরিনটি।

সমুদ্রে ২০০০ ফুট গভীরে চলাচলের সক্ষমতা ছিল সাবমেরিনটির। ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ কিলোমিটার গভীরে তলিয়ে যাওয়ার পর আর আর উঠতে পারেনি ১৪ শত টনের এই সাবমেরিনটি। সাবমেরিনটি উদ্ধারকাজে ইন্দোনেশিয়াকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র।

50% LikesVS
50% Dislikes
Comments (০)
Add Comment