নতুন বছর ২০২১ হবে বিয়ের বছর বিশ্লেষকদের মতামত

১৭

আল আমিন, ডেস্ক রিপোর্ট সাহসী কন্ঠ২৪

মহামারি কোভিট-১৯ ভাইরাসে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম ২০২০ এ। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে দেওয়া হয় অটোপাস। জনসংখ্যার একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী, তারা বাড়িতে অলস সময় কাটায় এবং এরা প্রাপ্তবয়স্ক হওয়ায় করোনা ভাইরাস এর ভীতি ও আতংক কমানোর পর বেড়ে যায় বিয়ের প্রবণতা।

যা গত বছরগুলোর তুলনায় বেশি। সমিক্ষা বলছে দেরিতে বিয়ের করার চিন্তা কমেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মাঝে। ধারণা করা হচ্ছে দুহাজার বিশ এর বিষ কাটিয়ে অনেকে ২০২১ সালে বিয়ে বিয়ে করবে।

50% LikesVS
50% Dislikes
1 Comment
  1. Anjuman islam says

    বিয়ে একটা ফরজ কাজ তাই যথা সময়ে বিয়ে করা অতি উত্তম!

Leave A Reply

Your email address will not be published.