২৩

হরিলাল রায়,রাণীশংকৈল প্রতিনিধি,ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর গড়পাড়া(ভবাণীপুর) গ্রামের বিশ্বনাথ চন্দ্র এবার গতবারের চেয়ে শিম ও করলা চাষ করে লাভবান হয়েছেন।তিনি জানান যে, গতবার তিনি ১ একর জমিতে শিম ও করলা চাষ করেন কিন্তু দাম তেমন পান নি।
এবার তিনি সঠিক পরিচর্যা দিয়ে,সঠিক সময় কীটনাশক প্রয়োগ করে ভালো ফলন পান,সেই সাথে তিনি তার শিম ও করলা আগাম বাজার জাত করেন,যার ফলে তিনি ভালো দাম পান।
তার এই শিম ও করলা চাষ দেখে গ্রামের অনান্য কৃষক গণ করলা ও শিম চাষে আগ্রহী হন বলে তিনি জানান।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.