মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান,খুলনাঃ ১৯৭১ এবং ২০২১ এর ক্যালেণ্ডার হুবহু এক! গাণিতিক ব্যাখ্যাঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ফিরে গেলো তাঁর জন্মবর্ষে।
এটার কারণ হলোঃ
লক্ষ্য করুণ, ১৯৭১ সালের প্রথম দিন শুক্রবার।
১৯৭১ আর ২০২১ সালের মধ্যে ৫০ বছরের পার্থক্য। আর লীপ ইয়ার ১২ টা।
তাহলে দিনের পার্থক্য = ৫০×৩৬৫ + ১২ + ১ = ১৮২৬৩
এই দিনের পার্থক্য ৭ দিয়ে বিভাজ্য। (সপ্তাহের ৭ দিন)
যার জন্য ১৮২৬২ দিন পরে, অর্থাৎ ১৮২৬৩ তম দিনে আবার ১ তারিখে শুক্রবার হবে। তার মানে গোটা পঞ্জিকাই রিপিট করবে 50 বছরের অর্ধশতা বর্ষে।