৩৩৩ মজা করে ত্রান চেয়ে শাস্তি পেল দুই ব্যাক্তি

১৯

 

ডেস্ক রিপোর্টঃ

দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রীর গেল কিছুদিন আগে করোনা পরিস্থিতিতে যারা অর্থনৈতিক সমস্যায় আছেন তাদের জন্য ত্রান সহযোগিতার একটি প্যাকেজ ঘোষণা করেন।

সেই প্যাকেজ থেকে সহযোগিতা পেতে হলে ৩৩৩ তে ফোন করলে সরকারি ভাবে ত্রানের সহযোগিতা করা হয়। এবার সেই সহযোগিতা পাওয়ার জন্য ফোন করেন নেত্রকোনার দুই ব্যাক্তি।

কিন্তু খোজ নিয়ে জানা যায় আসলে তারা ত্রাণ পাওয়ার উপযোগী নন তাঁরা। তাদের মধ্যে একজন হল ঠিকাদার এবং অপরজন ব্যবসায়ী। তারপরও মজা করে ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি ত্রাণ চান। এরপর রাতের আঁধারে প্রশাসনের লোকজন ত্রাণ নিয়ে হাজির হন ওই দুই ব্যক্তির বাড়িতে।

পরে ওই দুই ব্যক্তি জানান, কোনো ত্রাণসামগ্রীর প্রয়োজন নেই। মজা করতে ফোন দিয়েছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ২৮ হাজার টাকা জরিমানা করে একজনকে অন্যজনের কান ধরে উঠাবসা করানো হয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.