হ্যান্ড মাইকের এক মানবতার বানী ঘোষকের গল্প

৫৩

মোঃআল-আমিন,ডেস্ক রিপোর্ট: মানবতার ফেরিওয়ালা শুনেছেন সকলে কিন্তু মানবতার বানী ঘোষক এই কথাটা শুনেছেন কখনো?
হ্যা, সম্প্রতি এমনি একজন মানবতার বানী ঘোষকের ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ভিডিওতে দেখা যায় ষাটোর্ধ একজন বৃদ্ধ লোক রাস্তায় ঘুরে হাতে একটি ছোট্ট হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বানী শুনিয়ে যাচ্ছেন সবার উদ্দেশ্যে। তার এই কথা গুলো সমাজের বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে শোনা যায়। বিভিন্ন ওয়াজ নছিহতে বক্তারা এসব বিষয়ে আলোচনা করে থাকেন।

তার এই কথাগুলোর মধ্যে রয়েছে,কাউকে মিথ্যা মামলা না দেয়া,মিথ্যা সাক্ষী না দেয়া,মিথ্যা কাগজ না লেখা,মানুষকে বিনা কারনে হয়রানি না করা,মিথ্যা রায় না দেওয়া,ঘুষ না খাওয়া,মিথ্যা বিচার না করা ইত্যাদি।

তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসব মহৎ বানীর মাধ্যমে সমাজের জুলুমবাজ, ঘুষখোর ইত্যাদি অসৎ লোকদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করেন।তার এই বানীগুলোর মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.