হাতিয়া ওছখালী জিরো পয়েন্টে দীর্ঘ যানযট।

৫৫৫

আমির হোসেন, হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়া উপজেলার প্রধান সড়ক ওছখালীর জিরো পয়েন্টে দীর্ঘ ২৫ মিনিট যানযট সৃষ্টি হয়।গত পরশু চৌমুহনী বাজারে ও এমন যানযটের সৃষ্টি হয়। নেই কোন ট্রাফিক পুলিশ। এ যেন হযবরল অবস্থা। যার যেমন মন চাই সেই ভাবে গাড়ি চালায়,ওভারটেক করে এবং যত্রতত্র পার্কিং করে।

এতে সাধারণ মানুষ চালকদের অসচেতনতাকে দায়ী করছে। এবং কিছুটা প্রশাসনকে ও দায়ী করছে। হাতিয়ার অধিকাংশ গাড়ির ড্রাইভারদের নেই সঠিক কোন লাইসেন্স।নেই কোন চেক পোস্ট। নেই প্রশাসনের তদারকি।

এক মুখি সরু রাস্তা। তার পাশে বসে হকার। এবং অটো রিকশা গুলো থাকে এলোমেলো অবস্থায় হেঁটে ও যওয়া কষ্ট হয় অনেক সময়।জিরো পয়েন্টে থাকে হোন্ডা গুলো স্ট্যান্ড করে যাত্রী নেয়ার জন্য। এগুলো দোখার যেন কেউ নেই।

যে কোন গাড়ি, রিকশা, হোন্ডা যত্রতত্র যাত্রী উঠা-নামা করে।এই জন্যই প্রায় ঘটে দূর্ঘটনা।বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় শহরের কোন গাড়ি যায় না তবুও এমন অবস্থা।হাতিয়ায় প্রতিদিন গাড়ি বাড়ছে কিন্তু দক্ষ ড্রাইভার বাড়ে নাই।যেহেতু প্রশিক্ষণের ব্যবস্থা নেয়।
যে হরে গাড়ি বাড়ছে এখনি পদক্ষেপ না নিলে আগামীতে ঘটতে পারে অসংখ্য দূর্ঘটনা।

তাই সাধারণ মানুষ হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে।
প্রতিদিনের অনেক বাস্তব চিত্র আজকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়। কিন্তু কোন পদক্ষেপ নেয়া হয় না।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.